বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনের ৩২ শতাংশের বেশি দখলে ছিল ১০ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলো ৫০৬ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৩২ দশমিক ৯৭ শতাংশ।
জানা গেছে, এক সপ্তাহে অর্ধশত কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে চার কোম্পানির। এর মধ্যে আমরা নেটওয়ার্কসের ৮২ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে।
জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৭৩ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বসুন্ধরা পেপার মিলসের শেয়ার লেনদেন হয়েছে ৬৯ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকার। আর ওরিয়ন ফার্মার লেনদেন করেছে ৫৪ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার শেয়ার।
এছাড়াও ইস্টার্ন হাউজিংয়ের ৪২ কোটি ২ লাখ ৪৬ হাজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪০ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার, মুন্নু সিরামিকসের ৩৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার, চার্টার্ড লাইফের ৩৭ কোটি ৬১ লাখ ১৮ হাজার, নাভানা ফার্মার ৩৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার এবং এডিএন টেলিকমের ৩৩ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।