বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কোনো বাস না ছাড়লেও দুপুর আড়াইটায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে থেকে ছেড়ে যাচ্ছে বাস। ফলে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় সমাবেশে আসা বিএনপির অসংখ্য নেতাকর্মীদের টার্মিনাল থেকে বাসযোগে নিজ নিজ গন্তব্যে চলে যেতে দেখা গেছে।
সমাবেশে যোগ দিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে জড়ো হন। তারপর তারা যান সমাবেশস্থলে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কোনো বাস না ছাড়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এদিন সকালে বাস বন্ধ নেই বলে দাবি করেন পরিবহন মালিক সমিতি। যাত্রীর অভাবে বাস ছাড়ছেন না বলে জানান তারা।
বিকেলে বাস চলাচল শুরুর পর সেলিম নামে এক বাস সহকারী গণমাধ্যমকে বলেন, ‘বাস না চালালে খাব কী? সারা দিন বাস বন্ধ ছিল। আজ কোনো ইনকাম নেই। তাই বাস ছাড়ছি।’
‘বিএনপির লোকজনের এখন বাড়ি যাওয়ার চাপ বেশি। এখন বাস ছাড়লে ফুল টিপ মারতে পারব। একটু পরে আরও বেশি বাস চলতে শুরু করবে' বলেও জানান এই বাস সহকারী।