বিদ্যানন্দ ফাউন্ডেশনের অভিনব উদ্যোগে প্লাস্টিক বর্জ্য দ্বীপবাসীদের কাছে হয়ে উঠেছে টাকার মতোই মূল্যবান।
সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বর্জ্য এখন থেকে আর অকেজো বলে পড়ে থাকবে না।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক অভিনব উদ্যোগে প্লাস্টিক বর্জ্য দ্বীপবাসীদের জন্য হয়ে উঠেছে টাকার মতোই মূল্যবান।
সেন্টমার্টিনের বিদ্যানন্দ এক্সচেঞ্জ সেন্টার দ্বীপ থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে দ্বীপবাসীদের চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়া শুরু করেছে। আজ থেকে শুরু হয়েছে অভিনব এই কার্যক্রম।
দ্বীপের সব মানুষকে আবর্জনা পরিষ্কারে উদ্ভুদ্ধ করতে বিদ্যানন্দ একটি মার্কেট স্থাপন করেছে, যেখানে টাকার পরিবর্তে প্লাস্টিক দিয়ে পণ্য কিনতে পারছেন সবাই।
বিদ্যানন্দ এক ফেসবুক পোস্টে লিখেছে, "পুরো সেন্টমার্টিনের প্লাস্টিক আমরা ১০-২০ জন ভলেন্টিয়ার দিয়ে সংগ্রহ করতে পারবোনা। তাই পুরো সেন্টমার্টিনবাসীকে সম্পৃক্ত করতে এই অভিনব উদ্যোগ।"
"পাগলাটে এই উদ্যোগ আজ এখান থেকে শুরু। ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে। আপনারা কি পাশে থাকবেন?"
অভিনব এই কার্যক্রমে বিদ্যানন্দের পাশে থাকার জন্য কক্সবাজার জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
অর্থসংবাদ/কেএ