সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫০ টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৮৪৯ টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৭৩ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বুধবার (১৪ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ২১ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ফলে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটি ৯ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংকের ৯ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: সর্বোচ্চ দর পতন ওরিয়ন ইনফিউশনের
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকোর ৮ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬ কোটি ২৭ লাখ ৩৯ হাজার টাকার, বিকন ফার্মার ৩ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৩ কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৭ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার টাকার, কোহিনূরের ১ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৯৩ লাখ ৫৭ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৯৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।