সাইবার ড্রিল প্রতিযোগিতায় শীর্ষে ‍রুপালী ব্যাংক

সাইবার ড্রিল প্রতিযোগিতায় শীর্ষে ‍রুপালী ব্যাংক

“জাতীয় সাইবার ড্রিল-২০২২” প্রতিযোগিতায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে রূপালী ব্যাংক। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম এ প্রতিযোগিতার আয়োজন করে।


ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (ইএউ ব-এঙঠ ঈওজঞ) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী “জাতীয় সাইবার ড্রিল-২০২২” প্রতিযোগিতায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৫৫০০ নম্বর পেয়ে


রূপালী ব্যাংক লিমিটেডের টিম আরবিএল সাইবার ওরিয়রস এর সেরা ব্যাংকের পুরস্কার পাওয়ায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর প্রতিযোগীদের অভিনন্দন জানান।


এ সময় সাইবার সিকিউরিটি সেলের উপ-মহাব্যবস্থাপক মো. মাকছুদুর রহমান, সিনিয়র প্রোগ্রামার জি. এম. ফারুক হোসেন এবং টিমের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, জাতীয় সাইবার ড্রিল প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান হতে ৫৩টি দলে প্রায় ২৪৭ জন প্রতিযোগী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন