ইরানের সামুদ্রিক খাদ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক ইউনিয়নের প্রধান আলী আকবর খোদাই জানান, চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে ইরান থেকে ১৭২ মিলিয়ন ডলার মূল্যের ৮৮ হাজার টনের বেশি সামুদ্রিক খাবার রপ্তানি করা হয়েছে। ওজন এবং মূল্যের তুলনায় আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে যথাক্রমে ১৫ শতাংশ এবং ৬০ শতাংশ।
তিনি আরও জানান, এই বছর এ পর্যন্ত আমরা ৫৭টি দেশে সামুদ্রিক খাবার রপ্তানি করেছি। ইরানের সামুদ্রিক খাদ্য শিল্পে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান তৈরি হয়েছে।