সপ্তাহজুড়ে উত্থান, শেয়ারবাজারে বেড়েছে মূলধন

সপ্তাহজুড়ে উত্থান, শেয়ারবাজারে বেড়েছে মূলধন

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থান হয়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে।





ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৯ পয়েন্ট বা ০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ দশমিক ৩৫ পয়েন্ট বা ০ দশমিক ৮৩ শতাংশ এবং ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৯০ পয়েন্ট বা ০ দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ২ হাজার ২০৮ পয়েন্টে।





গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের আর্থিক মূল্য ছিল ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ হাজার টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৯১৮ কোটি ১৭ লাখ ৩৬ হাজার ৮৭৩ টাকা।





সমাপ্ত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭২৭ কোটি ৯২ লাখ ২১ হাজার ৫০৮ টাকায়। এর আগের সপ্তাহে ৭ লাখ ৬২ হাজার ৭১২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ৬৮৩ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৫ কোটি ৬ লাখ ৬ হাজার ৮২৫ টাকা।





সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়নি ০৮ প্রতিষ্ঠান। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৭টির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর কমেছে ৩০টির, বিপরীতে মাত্র ৬৪ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন