রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের পাশাপাশি এখন থেকে চামড়াপণ্য রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংক গঠিত কমিটির কাছে ডিসকাউন্টের জন্য দাবি করতে পারবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন গাইডলাইন-২০১৮ অনুযায়ী ব্যাংকগুলো তৈরি পোশাক রপ্তানির বিপরীতে আমদানিকারকদের পাঠানো ডিসকাউন্ট দাবি বাংলাদেশ ব্যাংকের কাছে উত্থাপন করতে পারে। তৈরি পোশাকের অ্যাক্সেসরিজ রপ্তানির বিপরীতেও এ দাবি করা যায়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ডিসকাউন্ট কমিটি চামড়াজাত দ্রব্য রপ্তানির বিপরীতে ডিসকাউন্ট দাবি বিবেচনা করবে।
এ ক্ষেত্রে সংশ্নিষ্ট ব্যাংককে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মাধ্যমে আবেদনপত্র ডিসকাউন্ট কমিটিতে পেশ করতে হবে। ডিসকাউন্ট কমিটিতে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।