দেশের কৃষিখাতের উন্নয়নে সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান মীরা এগ্রো ইনপুটস লিমিটেডের সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন- প্রতিষ্ঠানটির ব্যবসস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ এ মামুন, চেয়ারম্যান সৈয়দ এ মকিথ, পরিচালক মো. ফেরদৌস মজিদসহ কোম্পানীর শেয়ারহোল্ডারা।
মীরা এগ্রো যাত্রা শুরু করে ২০০৬ সালে কৃষি পণ্য ব্যবসার মাধ্যমে। বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিরলন কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি বীজ, জৈব সারসহ অন্যান্য কৃষি উপকরনের ব্যবসায় বিনিয়োগ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি আধুনিক কৃষি ব্যবস্থাপনায় ভূমিকা রাখার লক্ষে উন্নত প্রযুক্তি সম্পন্ন কৃষি উপকরন নিয়ে কাজ করছে।