ইবিতে চর্তুথ শিল্প বিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইবিতে চর্তুথ শিল্প বিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ ডিসেম্বর) প্রশাসন ভবনের ৩য় তলায় সকাল ১১টায় এ কর্মশালাটি আইকিউএসি আয়োজন করে।


এপিএ টিমের আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, জিনের পরিবর্তন-নিষ্ক্রিয়করণ ঘটিয়ে রোগীকে বাঁচানোর জন্য চিকিৎসাবিদ্যায়ের ব্যবহারিক প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু এখনও কম্পিউটারের জ্ঞান ঠিকমতো রপ্ত করতে পারিনি।


তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের মোটামুটি স্বাদ আমরা পেতে শুরু করেছি এবং স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলেছি। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। পরবর্তী প্রজন্মের মাঝে উপলব্ধি জাগাতে হবে। বড় কথা, আমি যন্ত্রের উপর আমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। যুগের উপযোগী হিসাবে সময়ের সঙ্গে বেঁচে থাকব, সমাজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব।


অনুষ্ঠানে প্রফেসর ড. মো. মামুনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। অধ্যাপক মো. সাইফুল ইসলাম, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি