বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মতিঝিলে বিসিক ভবনের নিচতলায় ৫ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে। গত রোববার বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনের বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন। বিসিকের বিপণন বিভাগ এ মেলার আয়োজন করেছে।





বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ক্রেতারা ৫০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, গহনা, চামড়াপণ্য, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।





উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (বিপণন ও নকশা) মো. আব্দুল মতিন, ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার ও ঢাকা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমানসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিসিক চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিক নকশা কেন্দ্র ঢাকার গত সেপ্টেম্বর-অক্টোবর সেশনের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান