কৃষিঋণ বিতরণ নীতিমালায় কঠোরতা আনল বাংলাদেশ ব্যাংক

কৃষিঋণ বিতরণ নীতিমালায় কঠোরতা আনল বাংলাদেশ ব্যাংক

খাদ্য উৎপাদন বাড়াতে কৃষিঋণ বিতরণ নীতিমালায় কঠোরতা আনল বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছর থেকে ব্যাংকগুলোর কৃষিঋণে লক্ষ্যমাত্রা অর্জনের অনর্জিত অংশ বাংলাদেশ ব্যাংক গঠিত বিশেষ তহবিলে জমা দিতে হবে। তহবিল থেকে অন্য ব্যাংকের মাধ্যমে কৃষক পর্যায়ে ঋণ বিতরণ হবে। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।





বিদ্যমান নিয়মে, বেসরকারি ব্যাংকের মোট ঋণের অন্তত ২ শতাংশ কৃষিতে বিতরণের নির্দেশনা রয়েছে। তবে এসব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না।





সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর বার্ষিক কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার অনর্জিত অংশ দিয়ে বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ) গঠনের সিদ্ধান্ত হয়েছে। লক্ষ্যমাত্রার অনর্জিত অংশের সমপরিমাণ অর্থ এ তহবিলে জমা দিতে হবে। এর বিপরীতে ২ শতাংশ হারে সুদ দেবে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংক লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে চাহিদা ও সক্ষমতা অনুযায়ী তাদের অনুকূলে এখান থেকে তহবিল বরাদ্দ দেওয়া হবে।





এতে আরও বলা হয়েছে, এখান থেকে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৮ শতাংশ সুদে কেবল নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা যাবে। তহবিল পাওয়ার ১৮ মাসের মাথায় বার্ষিক ২ শতাংশ সুদসহ কেন্দ্রীয় ব্যাংকে ফেরত দিতে হবে। সুদের এক শতাংশ সমপরিমাণ অর্থে 'ঝুঁকি প্রশমন তহবিল' এবং এক শতাংশ সমপরিমাণ অর্থে মূলধনের উপাদান 'জেনারেল রিজার্ভ' হিসেবে দেখাতে হবে। বাকি ৪ শতাংশ ব্যাংক আয় খাতে নিতে পারবে।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান