সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২১ ডিসেম্বর) কোম্পানিটির ৩৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটি ১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু এগ্রো মেশিনারি, বসুন্ধরা পেপার, ইন্ট্রকো সিএনজি, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন এবং বেক্সিমকো ফার্মা।
আরও পড়ুন: ৬ষ্ঠ দিনে শেয়ারবাজারে আরও বড় পতন
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৯টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৩টির।