রোববার (১ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকই কমেছে। প্রধান সূচক ‘ডিএসই এক্স’ এদিন ১১ দশমিক ৪৪ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৯৫ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসই এস’ ৩ দশমিক ২৪ পয়েন্ট এবং ‘ডিএস ৩০’ ১ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে।
বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ১০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আজ এক্সচেঞ্জটিতে ১৭৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৩০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬২ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৪৯ কোম্পানির, বিপরীতে মাত্র ১৯ কোম্পানির শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছে।