মেট্রোরেল নিয়ে মজার কিছু দুঃসংবাদ

মেট্রোরেল নিয়ে মজার কিছু দুঃসংবাদ
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু হবে। তাই নির্ঝঞ্জাট ট্রেন যাত্রার জন্য কিছু তথ্য জানা জরুরী। তেমনই কিছু তথ্য ফ্রীতে জেনে নিন।

ট্রেনের সীটগুলা শক্ত প্লাস্টিকের তৈরি, ফোম-রেক্সিনের না। তাই চাইলেও ব্লেড দিয়ে কাটা যাবে না।

কিছু মানুষের ট্রেন দেখলেই ঢিল মারার অভ্যেশ রয়েছে। মনে রাখতে হবে মোট্রোরেল চলবে শহরের মধ্যে দিয়ে। তাই ঢিল মারার সময় পাবলিকের হাতে ধরা খেয়ে মাইর খাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ট্রেনে কোন ওয়াশরুম নেই। তাই বাথরুমের পর পানি ব্যাবহার না করে ট্রেন নোংরা করার ইচ্ছেও অনেকের পূরণ হবে না।

ট্রেনে অনেকেই বাদাম খেয়ে খোসা ফেলে ট্রেন নোংরা করে রাখেন। মোট্রোরেলে কোন বাদাম ওয়ালা না থাকায় আপাতত তা আর করা সম্ভব হচ্ছে না।

চামেলী, কামেলী,মৌসুমী নামের হিজররা এই ট্রেনের ভিতর তুড়ি মেরে পাবলিক ৫-১০ টাকা নিতে পারবে না।

অনেকেই আছেন যারা ট্রেনের ছাদে না উঠলে ভ্রমনের মজা পান না। এই ট্রেন বিদ্যুতে চলে, ছাদের উপরে বিদ্যুতের তার থাকবে। তাই ছাদে উঠলে হাই ভোল্টেজ তারের সাথে জুলে থাকতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ডিএসইতে লেনদেন কমেছে ২৬ শতাংশ
বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে পাঁচ হাজার কোটি টাকা
শেয়ারবাজারে সূচকে উন্নতি, কমেছে লেনদেন
কিছু টাউট শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টি করছে: তথ্যমন্ত্রী
নগদের মাধ্যমে তামিমের পাওনা পরিশোধ করলেন সাকিব
পাইপলাইনে আছে ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ
সূচক কমলেও বেড়েছে লেনদেন
লেনদেন ও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে
শেয়ারবাজারে লেনদেনের সাথে বেড়েছে মূলধন
লেনদেন কমেছে শেয়ারবাজারে