শেয়ারবাজারে সূচকে উন্নতি, কমেছে লেনদেন

শেয়ারবাজারে সূচকে উন্নতি, কমেছে লেনদেন
বিদায়ী সপ্তাহে (০৮-১২ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচক ইতিবাচক ধারায় ফিরেছে। তবে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ১৩ দশমিক ৭৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকা টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৩২০ কোটি ৬৬ লাখ টাকা বা ১৩ দশমিক ৭৩ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধন দশমিক ০৫ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএস-৩০’ সূচক এক সপ্তাহে ৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক বেড়েছে ২ দশমিক ৪৭ পয়েন্ট।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০৩ প্রতিষ্ঠানের মধ্যে ২১৯টি শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে ৫৬টির, বিপরীতে কমেছে ৯১ কোম্পানির শেয়ারদর। আলোচ্য সময়ে ৩৭টি প্রতিষ্ঠান লেনদেন করেনি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত