ডিএসইতে লেনদেন কমেছে ২৬ শতাংশ

ডিএসইতে লেনদেন কমেছে ২৬ শতাংশ
বিদায়ী সপ্তাহে (২২ অক্টোবর-২৬ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগামিতায় লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি সপ্তাহজুড়ে কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২৬ দশমিক ৬৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৬৭ কোটি ৪৯ লাখ টাকা বা ২৬ দশমিক ৬৭ শতাংশ।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি ০৭ লাখ ৯৫ হাজার ৪৯৪ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৬৮ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৩৯১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে দশমিক ২৫ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৮৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট কমেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির। আর ১০২টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২১৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত