২০০ টাকায় দেখা যাবে এবারের বিপিএল

২০০ টাকায় দেখা যাবে এবারের বিপিএল
এবারের বিপিএলের সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে হলে প্রতিদিন টিকিট পিছু গুনতে হবে ২০০ টাকা করে। এক টিকিটেই দেখা যাবে দিনের দুটি ম্যাচ।

বিপিএলের এবারের আসরে পূর্ব দিকের গ্যালারির প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। আজ দুপুরে বিপিএল গভর্নিং কাউন্সিল টিকিটের মূল্য প্রকাশ করেছে।

বিপিএলে গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য সবচেয়ে বেশি রাখা হয়েছে- ১ হাজার ৫০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকায় পাওয়া যাবে।

বিপিএলের টিকিটের মূল্য

গ্র্যান্ডস্ট্যান্ড: ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
ক্লাব হাউজ: ৫০০ টাকা
শেরে বাংলার উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৩০০টাকা
পূর্ব দিকের সাধারণ গ্যালারি: ২০০ টাকা করে।

আগামীকাল ৪ জানুয়ারি বুধবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের বুথে টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুথ থেকে টিকিট কিনতে পারবেন দর্শকর।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের