যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষ, নিহত ৩ বন্দি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষ, নিহত ৩ বন্দি
যশোর শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বিভিন্ন অপরাধে আটক কিশোরদের এখানে রাখা হয়।

যশোর কোতয়ালি থানার এসআই সেকেন্দার আবু জাফর সংবাদ মাধ্যমকে জানান, নিহতরা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছোলিবপুর পূর্বপাড়ার নান্নু পরামানিকের ছেলে ধর্ষণ মামলায় আটক নাইম হাসান (১৭), খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা দক্ষিণপাড়ার রোকা মিয়ার ছেলে হত্যা মামলায় আটক পারভেজ হাসান (১৮) ও বগুড়ার শেরপুর থানার মহিপুর গ্রামের নূরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন।

তিনি জানান, সেখানে আটকদের মধ্যে দুই গ্রুপ রয়েছে। এরা হচ্ছে পাভেল গ্রুপ ও রবিউল গ্রুপ। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি মরদেহ আসে কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে। সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে নাইম হাসান, সাড়ে সাতটায় পারভেজ হাসান এবং রাত ৮টায় আসে রাসেলের মরদেহ।

এ চিকিৎসক জানান, এক জনের মাথায় ভারি কোন বস্তু দিয়ে আঘাতে চিহ্ন দেখা গেছে। অন্যদের শরীরের কোন আঘাত এখনও পর্যন্ত শনাক্ত হয়নি।

কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে মরদেহ নিয়ে আসা এক ব্যক্তি নিজেকে ওই প্রতিষ্ঠানের বার্তা বাহক পরিচয় দেন। কিন্ত তিনি কিছু বলতে চাননি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট