কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টায় কাতারের আল শামাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসীদের মধ্যে মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বরের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। আর মোহাম্মদ রাহাতের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, অপর নিহত মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এদিকে নিহত তিনজনের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরদিকে শনিবার (১৪ জানুয়ারি) রাহাতকে কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

দোহা হামাদ হাসপাতালে আহত মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান আপুকে ভর্তি করা হয়েছে। এই দুজনের বাড়ি নারায়ণগঞ্জে।

জানা গেছে, আল শামাল মহাসড়কে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু ঘটে।

উল্লেখ্য, কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, তিনজনের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট