একই সঙ্গে বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। এসময় আইনজীবীরা সময় আবেদন করলে আদালত অবমাননার রুল শুনানির জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন হাইকোর্ট। ওইদিন তাদের উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ২৩ জানুয়ারি এ ঘটনায় ২১ আইনজীবীকে তলব করেন হাইকোর্ট। গত ৫ ও ৮ জানুয়ারিতে ব্রাক্ষণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণ করেন আইনজীবীরা। ওই সময়ে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও সরাতে বলেছেন হাইকোর্ট।
অর্থসংবাদ/কেএ