ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকার।
জেনেক্স ইনফোসিসের ৫২ কোটি ৭৪ লাখ ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ১৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা।
আজ ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার, সী পার্ল বীচ হোটেল, নাভানা ফার্মা, জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইস্টার্ন হাউজিং এবং লাফার্জ হোলসিম।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৬৮টির, বিপরীত ১১৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
অর্থসংবাদ/এসএম