ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৮০ পয়সা বা ২ দশমিক ১৭ শতাংশ।
ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু এগ্রো। এদিন কোম্পানিটির ৭ টাকা ৯০ পয়সা বা ১ শতাংশ শেয়ারদর কমেছে। আর লিবরা ইনফিউশনের ০ দশমিক ৯৯ শতাংশ দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর, সাভার রিফ্যাক্টরিস, জুট স্পিনার্স, রহিম টেক্সটাইল, এমারেল অয়েল, শ্যামপুর সুগার এবং আজিজ পাইপস লিমিটেড।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৬৮টির, বিপরীত ১১৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
অর্থসংবাদ/এসএম