ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে।
একইসঙ্গে ‘ডিএস ৩০’ সূচক এবং ‘ডিএসই এস’ সূচক সমান ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৭ ও ২২১০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯০০ কোটি ৪৮ লাখ টাকা।
বুধবার ডিএসইতে মোট ৩৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৮টির, বিপরীত ৪৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
অর্থসংবাদ/এসএম