আলোচনায় অংশ নিয়ে অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যখাতের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারের উচিত দরিদ্রদের জন্য স্বাস্থ্য বীমা চালু করা, যাতে নিম্ন আয়ের এবং চরম দরিদ্র মানুষ গুরুতর রোগের জন্য সহজে বিনামূল্যে চিকিৎসা পায়।’
এ সময় সংসদ সদস্যরা আরো বলেন, ২০২২ সালে পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পগুলো দেশের মানুষকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিএনপি স্বাধীনতাবিরোধীদের নিয়ে সরকার পতনের আন্দোলনের নামে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণকে নিয়ে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রীতি অনুযায়ী ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার নবম দিনে আজ অংশ নেন সরকারি দলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম, আ. ফ. ম. রুহুল হক, মো. জিল্লুল হাকিম, আব্দুস সালাম মোর্শেদী, তাহজীব আলম সিদ্দিকী, মাহফুজুর রহমান, এম এ মতিন, মো. আফতাব উদ্দিন সরকার, তানভীর শাকিল জয়, আদিবা আনজুম মিতা ও জাসদের শিরীন আখতার।