দরিদ্র শীতার্তদের মাঝে আম্বালা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দরিদ্র শীতার্তদের মাঝে আম্বালা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। এসব মানুষের জন্য জরুরি হয়ে পড়েছে শীতবস্ত্রের। ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে আম্বালা ফাউন্ডেশন।

শনিবার (২১ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা অডিটরিয়ামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার।

ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজিজুজ্জামান খান জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী ২ সহস্রাধিক দুস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে আম্বালা ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। হাড় কাঁপানো শীতের মাঝে আম্বালা ফাউন্ডেশনের শীতবস্ত্র পেয়ে খুশি প্রান্তিক মানুষেরা।

এদিকে আম্বালা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকরা। শীত মৌসুমের শুরু থেকেই আম্বালা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় এবার মুন্সিগঞ্জের গজারিয়ায় কম্বল বিতরণ করা হয়েছে।

আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার বলেন, সারাদেশে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দরিদ্র ও অসহায় মানুষের। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হবো।

তিনি আরও বলেন, আম্বালা ফাউন্ডেশন নিজেদের সাধ্যমতো দরিদ্র ও অসহায়দের কল্যাণে কাজ করেছে। তীব্র শীতে সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের ছিন্নমূল ও অসহায়দের দুর্ভোগ আর থাকবে না।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি