ভৈরব পৌরসভার জিল্লুর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীম ও একেএম রাশিদুল হক চৌধুরী, প্রধান কার্যালয়ের আইসিসিডির প্রধান মো. আব্দুল মান্নান, জেনারেল সার্ভিস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ স্থানীয়ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।