বেঙ্গল ফুটবল ফেস্ট-২০২৩ সম্পন্ন

বেঙ্গল ফুটবল ফেস্ট-২০২৩ সম্পন্ন
বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আয়োজনে ‌‌'বেঙ্গল ফুটবল ফেস্ট-২০২৩' সমাপনী অনুষ্ঠান রোববার (২৯ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় বিসিএল স্ট্রাইকারস। চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয় বিএফএল ফাইটার্স ও বিসিএল স্ট্রাইকারস এর মধ্যে। বিসিএল স্ট্রাইকারস ১-০ গোলের ব্যবধানে বিএফএল ফাইটার্সকে পরাজিত করে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম এবং বেঙ্গল গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বেঙ্গল ফুটবল ফেস্ট-২০২৩-এ অংশগ্রহণকারী দলের মধ্যে সাফল্যের সাথে সেমিফাইনালে পৌঁছায় বিসিএল স্ট্রাইকারস, বিএফএল ফাইটার্স, বেঙ্গল অডিট স্কোয়াড ও ডিএফএল লাইয়ন্স। এই চার দলের মধ্যে থেকে বিজয়ী দু’দল পৌঁছে যায় ফাইনালে।

বেঙ্গল ফুটবল ফেস্ট ২০২৩ আয়োজনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আমরা সবসময়ই অনুপ্রেরণা দেই। তিনি আরও বলেন, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে সকল কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে ওঠে। রোমাঞ্চকর ও টানটান উত্তেজনার এই ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের আনন্দঘন মুহূর্ত সকলের মাঝে ছড়িয়ে পড়ে এবং সকল দর্শক আনন্দের সাথে খেলা উপভোগ করে। প্রত্যেক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্ট আরও জমজমাট ও আকর্ষণীয় হয়ে ওঠে। চ্যাম্পিয়ন, রানার্স আপ ছাড়াও অন্যান্যদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বেঙ্গল ফুটবল ফেস্ট ২০২৩ আসরের পর্দা নামে।

উল্লেখ্য, ২৭ই জানুয়ারি থেকে রাজধানীর বনানী মাঠে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ১৩টি ফুটবল টিম নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্টটি। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এই রোমাঞ্চকর ফুটবল টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলদেশ ফুটবল ফেডারেশনের অভিজ্ঞ রেফারি। তাঁর মধ্যে উল্লখযোগ্য ছিল নারী রেফারির দ্বারা ম্যাচ পরিচালনা করানো যা নারীর মূল্যায়নের এক দৃষ্টান্ত।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন