ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪ বারে ৪৯ হাজার ২০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৪২ শতাংশ কমেছে। ফান্ডটি ২৯২ বারে ১৪ লাখ ৮১ হাজার ৭৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ১১ শতাংশ কমেছে। এদিন ফান্ডটি ৬৯৬ বারে ১৪ লাখ ৭১ হাজার ৬৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- পিপলস ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৮৮ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ১০ দশমিক ১৬ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৫৮, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ২১ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ০৬ শতাংশ ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯০ শতাংশ শেয়ার দর কমেছে।