ইউএই'র তেল-বহির্ভূত আয় ৬০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে

ইউএই'র তেল-বহির্ভূত আয় ৬০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে
গত ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তেল-বহির্ভূত খাতে আয় ২ দশমিক ২৩ ট্রিলিয়ন দিরহাম বা ৬০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বৈশ্বিক অংশীদারিত্ব বৃদ্ধি ও হাইড্রোকার্বন নির্ভরতা কমিয়ে পর্যটন, অর্থ ও পরিষেবাখাতে মনোযোগে দেশটির তেল-বহির্ভূত আয় বেড়েছে। খবর দ্য ন্যাশনাল।

সমাপ্ত বছরে দেশটির তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য হয়েছে ৬০ হাজার ৭০০ কোটি ডলার। তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে বলে জানান ইউএইর বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ড. থানি আল জিয়ুদি।

ইউএই কর্তৃপক্ষ জানায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরে তাদের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন দিরহাম ছাড়াল। ২০২১ সালের তুলনায় দেশটির তেল-বহির্ভূত বাণিজ্য ১৭ শতাংশ বেড়েছে।

এশিয়ার বৃহত্তম অর্থনীতি চীন ছিল ইউএইর শীর্ষ বাণিজ্য অংশীদার। তাদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ২৬ হাজার ৪৫ কোটি দিরহাম। ইউএইর অন্যান্য শীর্ষ বাণিজ্য অংশীদার যথাক্রমে; ভারত (১৮ হাজার ৯০ কোটি দিরহাম), সৌদি আরব (১৩ হাজার ৫২০ কোটি দিরহাম) এবং যুক্তরাষ্ট্র (১১ হাজার কোটি দিরহাম)।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না