বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

শিপিং শিল্পকে সহায়তার পাশাপাশি এর দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা, রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানো এবং ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোর উদ্দেশে ‘জাহাজ নির্মাণ শিল্পের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ নামে ২,০০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ‘জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২১’ আলোকে এই পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের ডিরেক্টর আরিফ হোসেন খান এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান।

গ্লোবাল অ্যালায়েন্স অব ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময়ই বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত বিভিন্ন নতুন ও বৈপ্লবিক তহবিলের অন্যতম বৃহৎ ঋণগ্রহীতা। একইভাবে, ব্র্যাক ব্যাংক এই স্বল্প ব্যয়ের তহবিলের একটি বড় অংশ শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ ও স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার জন্য ব্যবহার করার লক্ষ্য নিয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন