বিশ্বব্যাংক থেকে ১৭৮ কোটি ডলার সহায়তা পাবে তুরস্ক

বিশ্বব্যাংক থেকে ১৭৮ কোটি ডলার সহায়তা পাবে তুরস্ক
ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি থেকে ত্রাণ ও পুনরুদ্ধার প্রচেষ্টায় তুরস্ককে ১৭৮ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ ঘোষণা আসে। খবর ডেইলি সাবাহ।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন, আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি এবং জরুরি ও ব্যাপক চাহিদার দ্রুত মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছি। যার মাধ্যমে দেশটির পুনর্গঠনের অগ্রাধিকার ক্ষেত্রগুলা চিহ্নিত করা হবে।

ওয়াশিংটন-ভিত্তিক উন্নয়ন ঋণদাতা এই ব্যাংক বলছে, তুরস্কে বিদ্যমান দুটি প্রকল্প থেকে আংকারাকে ৭৮ কোটি ডলারের তাৎক্ষণিক সহায়তা দেয়া হবে। এ সহায়তা মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্য ব্যবহার হবে।

পুনরুদ্ধার ও পুনর্গঠন সংক্রান্ত কাজের মাঝে ক্ষতিগ্রস্তদের জন্য বাকি ১০০ কোটি ডলার সহায়তা প্রস্তুত করা হচ্ছে। এ কাজে কিছুটা সময় লাগবে।

তুরস্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হাম্বারতো লোপেজ জানান, ত্রাণ ও পুনর্গঠন প্রক্রিয়ার পরিসর ব্যাপক হবে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ ও দুপুরে ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চল মারাত্মকভাবে কেঁপে ‍ওঠে।

এ ভূমিকম্পে ২১ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুরস্কের ১০টি দক্ষিণ-পূর্ব প্রদেশ জুড়ে ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া