জেসিআই বাংলাদেশের আয়োজনে 'বসন্ত বরণ ২০২৩' অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের আয়োজনে 'বসন্ত বরণ ২০২৩' অনুষ্ঠিত
শীতের বিদায়বেলায়, ফাগুনের নতুন সুরে, ঐকতানে জেসিআই বাংলাদেশ পরিবারের সকলকে সাথে নিয়ে বসন্তকে স্বাগত জানাতে, ২০২৩-এর লোকাল প্রেসিডেন্টদের সম্মিলিত উদ্যোগে ‘বসন্ত বরণ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৩ ন্যাশনাল প্রেসিডেন্ট সেনেটর জিয়াউল হক ভুঁইয়া।

বাংলার ঐতিহ্যে সাজানো মেলা, মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, র‍্যাফেল ড্র আরও হরেক রকমের উপাদানে সাজানো এই প্রানের উৎসবে মিলিত হয় জেসিআই’য়ের সদস্যগন এবং তাদের পরিবারবর্গ। সকল ন্যাশনাল অফিসার ও চ্যাপ্টার মেম্বারদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে প্রানবন্ত হয়ে উঠে পুরো অনুষ্ঠানটি।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ৩০ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন