এনএআরের প্রধান অর্থনীতিবিদ লরেন্স ইউন বলেন, যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেট পুনরুদ্ধার পর্যায় পেরিয়ে এখন প্রবৃদ্ধির দিকে রয়েছে। এমনকি বাড়ি বিক্রি মহামারীপূর্ব অবস্থাকেও ছাড়িয়ে যাচ্ছে। সাধারণত বাড়ি বিক্রি কিছু শতাংশীয় পয়েন্টের মধ্যে ওঠানামা করে। কিন্তু ২০ শতাংশের মতো প্রবৃদ্ধি সত্যিই অবিশ্বাস্য। বসন্তকালীন বিক্রি মৌসুমে বন্ধ থাকার পর হাউজিং মার্কেট পুনরায় খুললে ক্রেতারা বাড়ি ক্রয়ের বিষয়ে বেশ আগ্রহ দেখান।
বিশেষ করে সুদহার কম থাকায় ক্রেতারা নতুন বাড়ি ক্রয়ে আগ্রহী হন। তাছাড়া অনেকেই মহামারীর কারণে বাড়ি পরিবর্তনের মধ্য দিয়ে জীবনযাপনে পরিবর্তন আনতে চাইছে। এদিকে বাড়িতে বসে কাজ করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ তুলনামূলক বড় বাড়ি খুঁজছে। ফলে বাড়ির প্রতি এ চাহিদা ২০২১ সালেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।