লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্সের ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট

লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্সের ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডকে লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের আসন্ন আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স
লিমিটেডের সিইও কান্তি কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান ওহর রিজভী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবি স্টক ব্রোকারেজের এমডি ও সিইও মোহাম্মদ রহমত পাশা এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি ও সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংকগুলির মধ্যে অন্যতম। সূচনা লগ্ন থেকেই ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর প্রতিটি ক্ষেত্রে ইউসিবি ইনভেস্টমেন্ট সাফল্যের সাথে যোগ্যতার প্রমাণ দিয়ে আসছে। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড গত বছর তার অসামান্য ব্যবসায়িক কার্যক্রমের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক উভয় স্বীকৃতি অর্জন করেছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি