বিএবির চেয়ারম্যান পুনর্নির্বাচিত নজরুল ইসলাম মজুমদার

বিএবির চেয়ারম্যান পুনর্নির্বাচিত নজরুল ইসলাম মজুমদার
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান হিসেবে মো. নজরুল ইসলাম মজুমদার পুনর্নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনটির ২১৪তম নির্বাহী কমিটির সভায় বিএবি সদস্যরা আগামী দুই বছরের জন্য তাকে সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত করেন।

২০০৮ সাল থেকে বিএবির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম মজুমদার। এ নিয়ে টানা সপ্তমবার তিনি বিএবির চেয়ারম্যান নির্বাচিত হলেন।

নজরুল ইসলাম মজুমদার বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তিনি ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের অন্যতম। বস্ত্র ও তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘নাসা’ গ্রুপের চেয়ারম্যান তিনি। তার স্ত্রী নাসরিন ইসলামও এক্সিম ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বিএবির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। গতকালের সভায় ওই দুটি পদের বিষয়ে আলোচনা হয়নি। ফলে তারা দুজন আবারো ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি