ব্লকে লেনদেন ৪৪ কোটি টাকার

ব্লকে লেনদেন ৪৪ কোটি টাকার
আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানির সাড়ে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর ১ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৬৩০টি শেয়ার ৬৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪৪ কোটি ৫৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইবনে সিনার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকার ওয়ান ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের।

এছাড়া ইয়াকিন পলিমারের ৭ লাখ ৩৬ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৭০ লাখ ৫ হাজার টাকার, সিঙ্গারের ৩ কোটি ১৯ লাখ ৩৩ হাজার টাকার, সিমটেক্সের ২৩ লাখ ৯ হাজার টাকার, সী পার্লের ৪১ লাখ ৭৪ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ লাখ ৪৪ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৩৪ লাখ ৮০ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ৫৩ লাখ টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭৯ লাখ ৪৬ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১১ লাখ ৩৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১৯ লাখ ৩৩ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১২ লাখ ৭৫ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৪৪ লাখ ১০ হাজার টাকার, যমুনা অয়েলের ৩ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১২ লাখ ৪০ হাজার টাকার, আইডিএলসির ১৯ লাখ ৩২ হাজার টাকার, গ্রামীণফোনের ১৩ লাখ ৭৭ হাজার টাকার, জেনেক্সের ১৮ লাখ ২৬ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩১ লাখ ২৭ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৩৯ লাখ ৩০ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ ৯২ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৮ লাখ ৫ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১২ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১ কোটি ৭ লাখ ৮৯ হাজার টাকার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন