মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে (৭৫) বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এক বিবৃতিতে বলেছে, মুহিউদ্দিনকে তার সরকারের চালু করা অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে।

২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১৭ মাস দেশটির প্রধানমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন। সংস্থাটি জানিয়েছে, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচার সংক্রান্ত আইনের অধীনে অভিযোগ দায়ের করা হবে।

সাবেক এই প্রধানমন্ত্রী এবং তার দল নভেম্বরে কঠোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে হেরে যায়। তারপর থেকে তিনি দুর্নীতির তদন্তের মুখোমুখি হয়েছেন।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার গত বছর কভিড-১৯ ত্রাণ কর্মসূচিসহ মুহিউদ্দিনের অনুমোদিত বিলিয়ন ডলার মূল্যের সরকারি প্রকল্পগুলোর পর্যালোচনা করার নির্দেশ দিয়েছিলেন। তার অভিযোগ, মুহিউদ্দিনের সরকার ওই প্রকল্পগুলোতে সঠিক পদ্ধতি অনুসরণ করেনি।

তবে মুহিউদ্দিন এর আগে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করেছেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না