মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক জাফরিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।
এছাড়াও ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হামিদসহ শাখার কর্মকর্তা, মোহাম্মদপুর এলাকার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি অন্যতম মাধ্যম ব্যবসা। আমাদের দেশে হকাররা ফুটপাতে, রাস্তায় খালি জায়গায় ভ্রাম্যমাণ দোকান নিয়ে ব্যবসা করেন এবং পুঁজি সঙ্কটের কারণে তারা নির্দিষ্ট দোকান বা জায়গা নিয়ে ব্যবসা করতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, এই সকল সমস্যার কথা বিবেচনা করে আমাদের ব্যাংক আপনাদের জন্য নিয়ে এসেছে হকার্স ডিপোজিট ও ব্যবসা উন্নয়ন স্কিম। তিনি এই ডিপোজিটের সুফল সম্পর্কে হকারদের অবহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ ফোরকানুল্লাহ সোশ্যাল ইসলামী ব্যাংক সর্বদা তাদের পাশে থাকবে এই প্রত্যয় ব্যক্ত করে হকারদের জন্য ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
অর্থসংবাদ/এসএম