রিকশায় ফেলে যাওয়া প্রায় ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন চালক!

রিকশায় ফেলে যাওয়া প্রায় ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন চালক!
ফেনীতে রিকশায় ভুল করে ফেলে যাওয়া এক লাখ ৮০ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন রিকশাচালক রাশেদ। সোমবার রাতে ফেনী রেজিস্ট্রি অফিসে গিয়ে শপিং ব্যাগে রাখা টাকা ব্যাগসহ বুঝিয়ে দেন তিনি।

রিকশাচালক রাশেদ বলেন, বাসায় যাওয়ার পথে রিকশায় একটা শপিং ব্যাগ দেখতে পেয়ে খুলে দেখি অনেক টাকা। টাকাসহ ব্যাগটি বাসায় নিয়ে হেফাজতে রাখি। একপর্যায়ে টাকার মালিককে খুঁজতে বের হয়ে পড়ি। টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছি।

তিনি বলেন, টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। টাকার মালিকও হারানো টাকা ফিরে পেয়ে দারুণ খুশি।

রিকশাচালক রাশেদ লক্ষ্মীপুর সদর থানার চরমার্টিন এলাকার আবুল কাশেমের ছেলে।

টাকার মালিক মো. ইউসুফ বলেন, বোনের মেয়ের জামাতার বিদেশ যাওয়ার জন্য এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে রিকশাযোগে ফেনী শহরের ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। টাকার ব্যাগটি ভুলে রিকশায় রেখে ব্যাংকে ঢুকে পড়ি। পরে দেখি টাকার ব্যাগটি নেই। দ্রুত নিচে নেমে দেখি রিকশাচালকও নেই। টাকা হারিয়ে হতভম্ব হয়ে পড়ি। টাকাগুলো ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট