৭ গোল দিয়ে কোয়ার্টারে সিটি, হালান্ডের একাই ৫

৭ গোল দিয়ে কোয়ার্টারে সিটি, হালান্ডের একাই ৫
গোলমেশিন খ্যাতি পাওয়া আরলিং হালান্ড মাঝে কদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অবশেষে ফের স্বরূপে দেখা দিলেন নরওয়ের বিধ্বংসী স্ট্রাইকার। এবার এক ম্যাচেই করলেন ৫ গোল।

হালান্ডের স্বপ্নময় রাতে লাইপজিগকে ৭-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নাম লিখিয়েছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে এক তরফা খেলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। অন্য দুই গোলদাতা কেভিন ডে ব্রুইন ও ইলকাই গিনদোয়ান।

দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখলো ম্যান সিটি। প্রথম লেগে ১-১ সমতা ছিল।

শেষ ষোলোর আরেক ম্যাচে পোর্তোর মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান। তবে প্রথম লেগে ১-০ গোলে জেতায় শেষ আটের টিকেট পেয়েছে ইতালিয়ান দলটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে