মধ্য লন্ডনের হাইড পার্কে পোষা দুই বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে বেড়িয়ে ছিলেন ঋষি, সঙ্গে ছিল পরিবারও। ওই পার্কে কেউ পোষা কুকুর নিয়ে বেড়াতে এলে কুকুরের গলায় অবশ্যই ফিতা লাগানো থাকতে হবে। তবে ঋষি সুনাকের পোষা কুকুরের গলায় বেল্ট লাগানো থাকলেও কোনো ফিতা ছিল না। ফলে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছিল। এতেই বাধে বিপত্তি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও পুলিশের হাতেও পড়ে।
স্থানীয় পুলিশ জানায়, কুকুরটিকে এভাবে ঘুরতে দেখে প্রথমে এক নারীকে পার্কের নিয়মাবলীর কথা জানান পুলিশ। এরপরেই কুকুরটির গলায় ফিতা পরানো হয়। অনেকে ধারণা করছেন, পুলিশ আসলে প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে কথা বলেছিল। এই ভিডিও টিকটকেও ছড়িয়ে পড়ায় নেট ব্যবহারকারীদের কটাক্ষের শিকার হয়েছেন ঋষি।
এর আগেও গাড়িতে সিটবেল্ট না পরার কারণে ঋষি সুনাককে ১০০ পাউন্ড জরিমানা করেছিল ল্যাঙ্কাশায়ার পুলিশ। আবার নিয়ম ভাঙায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে।