ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৫ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রিন সুকুকের। বন্ডটি ৪৭ কোটি ৬০ লাখ টাকার ইউনিট লেনদেন করেছে।
বেক্সিমকো ফার্মা ৪৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম ১ কোটি ২০ লাখ, বারাকা পাওয়ার ২ কোটি ৫৪ লাখ, বেক্সিমকো ৩ কোটি ৫৮ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি ৩১ লাখ, বিএসআরএম স্টিল ৪ কোটি ৯৮ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ৯৫ লাখ ও ম্যারিকো ১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
অর্থসংবাদ/এসএম