এজে ওভারসিজের রিন্নাই ডিলার মিট

এজে ওভারসিজের রিন্নাই ডিলার মিট
এজে ওভারসিজ কোম্পানি লিমিটেড ডিলারদের জন্য রিন্নাই ডিলার মিট ২০২৩-এর আয়োজন করেছে। মঙ্গলবার (১৪ই মার্চ) ঢাকার বনানী ক্লাবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিন্নাই কর্পোরেশনের হেড অব ওভারসিজ বিজনেস মানাবু গতো।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজে ওভারসিজের হেড অব বিজনেস মামুনুর রশীদ। তিনি এই অনুষ্ঠানে ডিলারদের স্বাগত জানান।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বাংলাদেশে কিচেন অ্যাপ্লায়েন্স এবং গ্যাস অ্যাপ্লায়েন্স ব্যবসার বিশাল ক্ষেত্র তুলে ধরেন। তিনি বলেন, বেঙ্গল গ্রুপ রিন্নাই কর্পোরেশন জাপানের সাথে বাংলাদেশে একটি বিশ্বমানের কিচেন অ্যাপ্লায়েন্স কারখানা স্থাপনের জন্য কাজ করছে।

এসময় মানাবু গতো বাংলাদেশে রিন্নাই অ্যাপ্লায়েন্স বিপণনে সহযোগিতা ও সমর্থনের জন্য সকল ডিলারদের প্রশংসা করেন।

উল্লেখ্য, এজে ওভারসিজ কোম্পানি লিমিটেড যা বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাংলাদেশে বিশ্বখ্যাত রিন্নাই কর্পোরেশন জাপানের অনুমোদিত পরিবেশক। রিন্নাই কর্পোরেশন বিশ্ববিখ্যাত রিন্নাই ব্র্যান্ডের গ্যাস, রান্নার বার্নার ,কিচেন হুড ও আনুসাঙ্গিক যন্ত্রপাতি তৈরি করে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন