নিপ্রো জেএমআই মেডিকেলের জাতীয় বিক্রয় সভা সম্পন্ন

নিপ্রো জেএমআই মেডিকেলের জাতীয় বিক্রয় সভা সম্পন্ন
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিক্রয় সভা ২০২৩ সম্পন্ন করেছে নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেড।

সোমবার (মার্চ ১৩) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক।

সোমবার সকাল থেকেই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় নিপ্রো জেএমআই মেডিকেলের জাতীয় বিক্রয় সভা-২০২৩। বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে নানা উপস্থাপনার পাশাপাশি ছিল বিনোদনের ব্যবস্থাও। বিপণনের আওতা বাড়ানোর লক্ষ্যে এদিন ৫০ জন বিক্রয় প্রতিনিধির কাছে মোটরসাইকেল হস্তান্তর করা হয়। ২০২২ সালে নানা ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে ১৩ জন কর্মীকে পুরস্কৃত করে নিপ্রো জেএমআই মেডিকেল কর্তৃপক্ষ। পাশাপাশি অধিকতর প্রশিক্ষণের জন্য জাপান ভ্রমণের সুযোগ পাওয়া ১৪ জন কর্মীর নামও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, নিপ্রো এশিয়া পিটিই লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক সেইগো সুচিয়া, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদোসহ প্রায় তিন শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয়, জাপানের বহুজাতিক শিল্পগ্রুপ নিপ্রো কর্পোরেশন এবং দেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি কোম্পানি নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেড। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি দেশের মানুষের কাছে ন্যায্য মূল্যে উন্নত প্রযুক্তির স্বাস্থ্যসেবা সামগ্রী বিপণন করে যাচ্ছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি