তিনি গোপরেখী মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র। মঙ্গলবার (১৪ মার্চ) বাদ এশা শিশু আশরাফুল ইসলামকে ওই মাদরাসার মাঠে বিশাল এক সংবর্ধনা প্রদান করা হয়।
ওই মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আশরাফুল ইসলাম মাত্র ১৩৫ দিনে পুরো কোরআন সহীহ শুদ্ধভাবে মুখস্থ করায় শুধু তার পরিবার বা মাদরাসা নয় আমরা সবাই আনন্দিত।
এ সময় বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, ওই মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ, মসজিদের খতিব মাওলানা আবু তালেব, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টারসহ বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।