সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের জায়গায় ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথমবার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ইনফান্তিনো। দায়িত্ব পেয়ে ইনফান্তিনো নজর দেন ফুটবলের পরিধি আরও বিস্তৃত করার দিকে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বকাপে অংশকারী দলের সংখ্যা বাড়াবেন। ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮ দলের অংশগ্রহণ বার্তা দিচ্ছে—নিজের কথা রেখেছেন তিনি। একই সঙ্গে চলতি বছর জুনে হতে যাওয়া নারী বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে চলেছে ৩২টি দল।
আরও একবার ফিফার সভাপতি হওয়ায় স্বভাবতই আনন্দিত ইনফান্তিনো। ফিফার কংগ্রসে সভাপতি হিসেবে তার নাম ঘোষিত হওয়ার পর উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।
জবাবে নিজের বক্তব্যে ইনফান্তিনো বলেন, ‘সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আমাকে ভালোবাসেন, তাদের প্রতি ভালোবাসা। যারা আমাকে ঘৃণা করেন, তাদেরও আমি ভালোবাসি। ফিফার সভাপতি হওয়া সম্মান ও গর্বের বিষয় এবং একই সঙ্গে এটি অনেক বড় দায়িত্ব। আপনারা সবসময়ের মতো আমার প্রতি আস্থা রাখতে পারেন।’