ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৯৭ শতাংশ। ফলে সপ্তাহজুড়ে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের সর্বোচ্চ দর কমেছে ১৩ দশমিক ৩৭ শতাংশ। আর ১২ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
সপ্তাহিক দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, ইনটেক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল বিল্ডিং ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আলোচিত সপ্তাহে মোট পাঁচ কর্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৪১টির, আর অপরিবর্তিত ছিল ২২২টির।
অর্থসংবাদ/এসএম