সপ্তাহজুড়ে আগ্রহের শীর্ষে আলহাজ টেক্সটাইল

সপ্তাহজুড়ে আগ্রহের শীর্ষে আলহাজ টেক্সটাইল
বিদায়ী সপ্তাহে (১২ মার্চ-১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৮৬ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।

সাপ্তাহিক দর বৃদ্বির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৯ দশমিক ১২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৭ লাখ ৩৮ হাজার টাকা।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইউনিলিভার কনজিউমার কেয়ার, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, ন্যাশনাল ফিড মিল, এআইবিএল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ড ও ফাইন ফুডস লিমিটেড।

আলোচিত সপ্তাহে মোট পাঁচ কর্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৪১টির, আর অপরিবর্তিত ছিল ২২২টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত