আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা

আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা
পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের বিষয়ে বিভিন্ন বিধি-নিষেধ ঘোষণা করেছে ইসরাইল। মঙ্গলবার কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ওই অঞ্চলগুলোতে সরকারি কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত মেজর জেনারেল গাসান আলিয়ান বলেন, সকল বয়সের নারী, ১২ বছর পর্যন্ত পুরুষ শিশু এবং ৫৫ বছরের বেশি বয়সী পুরুষদের রমজানের সময় অনুমতি ছাড়াই আল-আকসা মসজিদে প্রবেশের সুযোগ দেয়া হবে।

তিনি আরো বলেন, ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা ইসরাইলের অনুমতি নিয়ে আল-আকসায় প্রবেশ করতে পারবে।

ইসরাইলি ওই কর্মকর্তা আরো বলেন, পশ্চিম তীরের ৪৮টি অঞ্চলে বসবাসরত আত্মীয়দের সাথে দেখা করার জন্য ফিলিস্তিনিদের ‘নিরাপত্তা অনুমোদন’ নিতে হবে। একইসাথে তিনি বলেন, বিদেশীরাও যদি পশ্চিম তীরে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে চায় তাদেরও এই অনুমোদন নিতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, রমজান মাসে পশ্চিম তীরের বিভিন্ন ক্রসিংয়ের সময় বাড়িয়ে দেয়া হবে।

উল্লেখ্য, ফিলিস্তিনে বারবার ইসরাইলের অভিযানের ফলে সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বেড়েই চলেছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, চলতি বছরে ইসরাইলের গুলিতে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পৃথক হামলায় ১৪ জন ইসরাইলি নিহত হয়েছেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া